‘বিজ্ঞানী কন্যা মেধা বৃত্তি’ এবার তুলে দেওয়া হতে পারে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের হাতে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীরাও এই বিশেষ সুযোগ পাবেন। আন্তর্জাতিক মহিলা বিজ্ঞানী দিবসে টুইটারে এই বিশেষ ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইটে লিখেছেন, \"বিজ্ঞানী এবং বিজ্ঞানজগতের সঙ্গে যুক্ত সকলের জন্য আমরা আজ গর্বিত। বিজ্ঞান এবং গবেষণায় বাংলার ছেলে মেয়েদের অবদান অনেক। মেয়েদের এই বিষয়টিতে উদ্বুদ্ধ করে তুলতে ২০১৭ থেকে এই বৃত্তি চালু করেছিলাম আমরা, যার নামকরণ করেছি আমি। বিজ্ঞান কন্যা মেধা বৃত্তি স্কিম মেধাবী ছাত্রীদের পুরস্কৃত করেছে। এই বৃত্তির অধিকারিণীরা মাসে ২ হাজার টাকা এবং প্রতি বছর বই কেনার জন্য ২,৫০০ টাকা করে ৫ বছর ধরে রাজ্য সরকারের থেকে পাবে।\" মেধাবী ছাত্রীরা যারা এই বৃত্তি পাবে, তাদের প্রত্যেককে বৃত্তিবাবদ ২ হাজার টাকা করে দেওয়া হবে। পাশাপাশি ২,৫০০ টাকা করে বই কেনার জন্য ৫ বছর ধরে অর্থসাহায্য করবে রাজ্য সরকার। মেধাবী ছাত্রীদের বিজ্ঞান দুনিয়ার পড়াশুনার প্রতি আকৃষ্ট করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে একাদশ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য।
